পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে যে বিষয় গুলা যানা জরুরী

 পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে যে বিষয় গুলা যানা জরুরী:

পুরাতন  ল্যাপটপ ক্রয় করার আগে আপনাদের  যে ১২ টি বিষয় না থাকলে,আপনারা ল্যাপটপ কিনে ঠকতে পারেন। তাই আমরা আজকে এই ১২ টি বিষয় গুলা আলোচনা করব যেগুলো জানা থাকলে পুরাতন  ল্যাপটপ কেনে  আর আপনারা ঠকবেন না। বর্তমানে আমাদের বাংলাদেশের আমরা শতভাগ ব্যক্তি পুরাতন ল্যাপটপ কিনে থাকি। যেগুলো বাইরের বিভিন্ন  দেশ থেকে বাংলাদেশে আসে। পুরাতন ল্যাপটপের মধ্যে অনেক ফেক আছে যেগুলো আমরা কিনলে ভালোভাবে ব্যবহার করতে পারি না। আজকে এই পোস্ট বা ব্লকের মাধ্যমে আপনাদের সেকেন্ড হ্যান্ড অরজিনাল ল্যাপটপ কিভাবে চিনবেন বা যাচাই-বাছাই করে কিনবেন তা আমি আপনাদের মাঝে শেয়ার করব ৭ টি বিষয়ের মাধ্যমে। 

 পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে যে বিষয় গুলা যানা জরুরী



  ল্যাপটপের বডির কন্ডিশন 

আমরা একটি পুরাতন ল্যাপটপের  বাহিরের বডির কন্ডিশন দেখে মোটামুটি একটা আইডিয়া নিতে পারব, যে ল্যাপটপটি কয় দিন ব্যবহার করা হয়েছে, বডির কোন জায়গায় যদি স্কার্স দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারব ল্যাপটপটি অনেক পুরাতন আর যদি ল্যাপটপটির বডির কন্ডিশন ভালো হয় তাহলে আমরা ল্যাপটপটির ভেতরের বিষয়গুলো নিয়ে যাচাই-বাছাই করব।তবে ল্যাপটপের টেকনিক্যাল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যা আমরা পরের স্টেপে আলোচনা করব।  তো আমরা খুব সহজেই বুঝতে পারবো ল্যাপটপের বডির কন্ডিশন দেখে ল্যাপটপটি 

কত সালে ল্যাপটপটি মার্কেটে এসেছে

আপনারা যখন পুরাতন ল্যাপটপ কেনার জন্য মার্কেটে বা ইলেকট্রনিক্সের দোকানে যাবেন, তখন আপনাদের বিক্রেতা ভুলভাল বলতে পারে যে ল্যাপটপটি ছয় মাস আগে মার্কেটে লঞ্চ হয়েছে, তো আপনারা একদম বিক্রেতার  কথা না শোনে আপনি নিজেই ল্যাপটপ টি দিয়ে চেক করে নেবেন যে ল্যাপটপটি কত সালে লঞ্চ হয়েছে মার্কেটে। এ বিষয়ে কেমনে চেক করবেন তা বলে দিচ্ছি। প্রথমত ল্যাপটপের উইন্ডোজ বাড়ি গিয়ে ( Run) অপশন সার্চ করবেন তারপরে লিখবেন (Cmd) তারপর একটু  ইসকল  করে নিচে আসবেন তারপর যে ইন্টারফেস আসবে তাতে লিখবেন (systeminfo.exe) এরপরে আপনার সামনে যে ইন্টারফেস আসবে তাতে স্কল করে  উপরের দিক এ আসবেন, তার আপনি একটি অপশন দেখতে পারবেন যেখানে লেখা আছে (Bios version) এর ডানদিকে গেলেই দেখতে পারবেন ল্যাপটপটির উৎপাদন তারিখ। তো আপনারা বিক্রেতার  কথা না বিশ্বাস করে আপনারা নিজেই দেখে নেবেন ল্যাপটপটি কবে বাজারজাত করা হয়েছে। 

বিজনেস সিরিজ ল্যাপটপ 

তো আপনারা এখন ভাবতে পারেন বিজনেস সিরিয়াস ল্যাপটপ আসলে কোনগুলা , চলুন আপনাদেরকে বোঝাই বিজনেস সিরিজ ল্যাপটপ গুলো কোন গুলো, (HP) ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে  (Elitebook)।  (Dell) এর  ক্ষেত্রে হলো (Latitude), আর (Lenovo) ক্ষেত্রে ( Thikpad)।এইগুলো ল্যাপটপ হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ। তাই আপনারা চেষ্টা করবেন এই সিরিজের ল্যাপটপ গুলো কেনার জন্য, কারণ বিজনেস সিরিজের ল্যাপটপগুলো লং লাস্টিং বহুদিন ব্যবহার করা যায় অনায়াসেই। 

কোথায় থেকে কিনবেন 

অনলাইন থেকে, নাকি আপনার কোন পরিচিত আত্মীয়-স্বজনদের থেকে অথবা দোকান থেকে, পুরাতন ল্যাপটপ কিনবেন, যদি আপনার নিকট আত্মীয়র মধ্যে অথবা বন্ধু-বান্ধবের মধ্যে পান তাহলে যাচাই-বাছাই করে কিনতে সুবিধা হবে। আর যদি মনে করেন অনলাইন থেকে বা দোকান  থেকে কিনবেন তাহলে সেলারের সাথে ভালোভাবে যোগাযোগ করে নেবেন। এবং বলতে হবে যে এই ল্যাপটপ এর কাগজ পত্র আছে কিনা। কারণ অনলাইনে বা বিক্রেতাদের দোকানের মধ্যে এমন হয়ে থাকে যে ল্যাপটপের কোন কাগজপত্র থাকে না যা কিনা চোরাই ল্যাপটপ হতে পারে। তো আপনি যদি কাগজপত্র না দেখে কেনেন তাহলে কিন্তু আপনার ওপর মামলা  পরার  সম্ভবনা  হতে পারে। পুরাতন ল্যাপটপ এর বিক্রি করে ভালো দোকান যেগুলা আছে  সেগুলোতে  ভালো করে খোঁজ করে নিতে পারেন। এবং কেনার আগে যে টেস্টগুলো আমি পরবর্তী স্টিপে টিপে বলবো সেগুলো খুব ভালোভাবে টেস্ট করে নিবেন। তাহলে আপনার পুরাতন ল্যাপটপ অনেক লং লাস্টিং হবে। 

ব্যাটারির কন্ডিশন 

ল্যাপটপ কেনার আগে আপনার সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে এর ব্যাটারি কন্ডিশন নিয়ে আরেকটি ভালো ল্যাপটপ ডিপেন্ড করে তার ব্যাটারি কন্ডিশনার ওপর, কতটুকু ব্যাটারি ব্যাকআপ দেবে। কারণ পুরাতন ল্যাপটপের ব্যাটারি কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে ল্যাপটপের আর কোন ভ্যালু থাকেনা। আপনি কিন্তু খুব সহজেই পারফেক্টলি নিজেই  আইফোনের মত ল্যাপটপের ব্যাটারি কন্ডিশন চেক করতে পারবেন, আপনি আপনার ল্যাপটপের windows বাটনে ক্লিক করবেন তারপরে ওইখানে Command prompt লিখে ইন্টারফেস করার সাথে সাথে আপনার সামনে যে ইন্টারফেস টা আসবে সেখানে লিখবেন powercfg/batteryreport লিখে ইন্টারফেস করার পর আপনার সামনে একটি লিংক দেখাবে  এই লিংক  কপি করবেন  তারপরে যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তারপরে যে ইন্টারফেস আসবে সেখানে একটু স্কল করে নিচে আসবেন তারপরে দেখবেন এক জায়গায় লেখা আছে design capacity ওইখানে দেখবেন ব্যাটারীর মোট ক্যাপাসিটি লেখা আছে তারপরে নিচে দেখবেন লেখা আছে full charge capacity পাশে যে ক্যাপাসিটি রয়েছে এই দুটির মধ্যে কিন্তু আপনার ল্যাপটপের ব্যাটারির ক্যাপাসিটি দেখতে পারবেন এক্ষেত্রে একটু ফর্মুলা ব্যবহার করবেন  ( যেখানে লিখা থাকবে full shirts capacity  তার সাথে × ১০০ দিবেন এখান থেকে যে রেজাল্ট আসবে তার সাথে design capacity ÷  করে দিবেন তাহলে আপনার রেজাল্ট আসবে তাই ব্যাটারির হেলথ)  এখন কত পারসেন্ট ব্যাটারি  হেলথ আসলেই ওই ল্যাপটপটি কেনা উচিত, তা হল আমার মতে আমি যদি বলি তাহলে ৮০% এর উপরে হলে ভালো তা কি না উচিত এবং ৮০% এর নিচে চলে গেলে তা নেওয়া খুব একটা উচিত নয় তবে যদি দামে খুব বেশি কম হয় দিতে পারেন,  তবে এটা যার যার সমার্থক  অনুযায়ি।তবে আপনি যদি মনে করেন পুরাতন ল্যাপটপ থেকে ভালো একটি ব্যাটারির ব্যাকআপ পাব তাহলে আপনি ৮০% এর উপরে নিতে হবে তাহলে নির্দ্বিধায় একটি ব্যাটারি ভালো ব্যাকআপ পাবেন। 

ডিসপ্লে কন্ডিশন 

একটি ল্যাপটপের ক্ষেত্রে ডিসপ্লে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে অনেক ভালোভাবে প্রথম ল্যাপটপ কেনার সময় ডিসপ্লেটি খুব ভালোভাবে চেক করে। এক্ষেত্রে আপনি অনলাইন থেকে চেক করতে পারেন, অনলাইন থেকে চেক করতে হলে আপনাকে চলে যেতে হবে কোন একটা ব্রাউজারে গিয়ে লিখবেন (online display check)  এটি লিখে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে আপনাকে প্রথমে যেটা আছে (Eizo monitor test)এখানে ক্লিক করতে হবে এখানে আপনি প্রবেশ করার পর মোট মাঠ তেরোটি টেস্ট দেখতে পারবেন এগুলো একে একে ক্লিক করে আপনার ডিসপ্লেটি টেস্ট করতে পারেন। এখানে ফুল ব্ল্যাক ফুল হোয়াইট ফুল রেড ফুল অরেঞ্জ এরকম ডিসপ্লে টেস্ট আছে এগুলো আপনি খুব ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন দেখে। আর যেসব ল্যাপটপের টাচ স্ক্রিন রয়েছে সেখানে উইন্ডোজ বাড়ি গিয়ে পেইন্ট অপশন রয়েছে সেটা চালু করে দিয়ে পেইন্ট  করতে থাকবেন  সেগুলো খুব ভালোভাবে সব জায়গায় ডিসপ্লের টাচ করে করে দেখবেন সবখানেই কাজ করে নাকি তাহলে আপনার খুব সহজেই ডিসপ্লে চেক করতে পারবেন। 

হার্ডডিস্ক কন্ডিশন 

পুরাতন ল্যাপটপ কেনার আগে আরো একটি বিষয় সেটা খুব ইম্পরট্যান্ট সেটি হল মেমোরি/ হার্ডডিস্ক /স্টোর সেগুলো চেক করে নিতে হবে এগুলো আপনি দুই ভাবে চেক করতে পারেন, ১হার্ডডিস্ক কি কন্ডিশন রয়েছে  আর ২ এটি এসএসডি নাকি পুরাতন এইচডিডি। এখন এটি কীভাবে চেক করবেন এসএসবি নাকি এইচডিডি চলুন বিস্তারিত আলোচনা করি। এস এস ডি তে কিন্তু স্পিড অনেক বেশি প্রায় ১০ থেকে ১২ সেকেন্ডের মধ্যে ওপেন হয় আর অন্যদিকে এইচডিডি যার ওপেন হতে সময় লাগে ৩০ থেকে ৪০ সেকেন্ড। এটি চেক করতে হলে আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে (ctrl+ shift+esc) এই তিনটি একবারে চাপ দিয়ে ধরতে হবে। তারপরে আপনার সামনে যে ইন্টারফেস  আসবে সেখানে (performance) এটিতে ক্লিক করতে হবে, তারপরে নিচের দিকে

dicks অপশনের নিচে  ছটো করে লেখা আছে  HDD নাকি SSD। তো আপনি সব সময় চেষ্টা করবেন ল্যাপটপে এসএসডি আছে কিনা এটি কিনার জন্য কারণ এইচ ডি ডি ম্যাক্সিমাম টাইম স্পিড  দুর্বল হয়ে থাকে এবং এটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 

হার্ডডিস্ক এর কন্ডিশন হেলথ 

 হার্ডডিস্ক কন্ডিশন হেলেথ চেক করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ( HDD health check) তো আপনারা ভাববেন না যে এখানে শুধু এইচডিডি চেক করা যায় এখানে এসএসডি চেক করা যায়, সার্চ করার পর যে ইন্টারফেস আসবে প্রথমেই দেখবেন 

( Hard disk sentinel - HD health and temperature monitoring)  এটিতে ক্লিক করবেন, তারপর খুব সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন তারপর সফটওয়্যার টা ইন্সটল করবেন। ইনস্টল করার পর ওপেন করলে দেখতে পারবেন হার্ডডিস্ক টির হেলথ দেখাবে এক্ষেত্রে যদি আপনার Hddঅথবা ssd ভালো থাকে তাহলে আপনার অনেক সময় ব্যাটারি হেলথ ১০০% ও ৯৯% দেখাবে। আর যদি SSD অথবা HDDতে কোন রকম সমস্যা থাকে,  তাহলে আপনার সামনে ৬০% ৭০% ৭৫% এরকম আসতে পারে। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যদি আপনার পুরাতন এইচটিডি এর মধ্যে থাকে সেটি যদি আপনি কিনতে চান তাহলে ৮০% এর নিচে কিনবেন না। আর এসএসডির ক্ষেত্রে আমি বলি ৭০ পার্সেন্ট অথবা ৭৫% এর মধ্যেই কিনবেন এর নিচে হলে কেনার কোন প্রয়োজন নেই ।

আরও পড়ুনঃএই ভাবে পুরাতন ল্যাপটপ কিনে থকবেন না ।

কিবোর্ড কন্ডিশন 

এবার আপনাকে আপনার পুরাতন ল্যাপটপের কিবোর্ড গুলো চেক করতে হবে, কারণ ডেক্সটপ এর কিবোর্ড এর মতো এই ল্যাপটপের কিবোর্ড কিন্তু খুব সহজেই পরিবর্তন করা যায় না। এটি চেক করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে ওইখানে সার্চ করবেন (keyboard online test) এখান থেকে আপনার ল্যাপটপের কিবোর্ডগুলো প্রত্যেকটা বাটন চেপে চেপে ঠিক করতে পারবেন যদি কোন নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু ওই কিবোর্ড টেস্ট এর মধ্যে ক্রস দেখাবে তাই খুব সহজেই এই অনলাইন কিবোর্ড টেস্টে থেকে আপনার পুরাতন ল্যাপটপের কিবোর্ড কিন্তু চেক করতে পারবেন ।

ওয়েবক্যাম কন্ডিশন

 আপনার ল্যাপটপের  windows বাটনে ক্লিক করবেন তাতে গিয়ে সার্চ করবেন ওয়েবক্যাম এটিতে ক্লিক করলেই খুব সহজে আপনার ল্যাপটপের ওয়েবক্যাম চেক করতে পারবেন অন্যদিকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অনলাইন ওয়েব ক্যাম চেক এটি  লিখে সার্চ করে দেখতে পারেন  যদি আপনার ওয়েবক্যাম কন্ডিশন ভালো হয়ে থাকে তাহলে খুব সহজেই ওপেন হয়ে যাবে এটি থেকে আপনি বুঝতে পারবেন আপনার ওয়েব কেমটি কেমন। 

প্রসেসর জেনারেশন 

যখন আপনি কোন দোকানে পুরাতন ল্যাপটপ ক্রয় করতে যাবেন তাহলে আপনাকে সেই ক্রেতা বলতে পারে দেখেন এটি (Intel core i5)  এবং (Intel Core i7)  এগুলো আপনি খুব কম দামে পাচ্ছেন তখন আপনাকে এটা দেখে প্রবাবিত হওয়া যাবে না। আপনাকে দেখতে হবে কোনটা কোন জেনারেশনের। এখন মূলত চলতেছে ১৫ জেনারেশন, তো আপনাকে ১৫ জেনারেশনের আশেপাশেই পুরাতন ল্যাপটপ কিনতে হবে। ধরেন ক্রেতা আপনাকে বলল ( Intel core i7) কিন্তু এটা ৬ জেনারেশন তাহলে আপনার এটা নেওয়া উচিত হবে না। তাই আপনাকে জেনারেশন দেখে বুঝে কিনতে হবে। আপনি যদি এখন কোন পুরাতন ল্যাপটপ চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে অবশ্যই ১০  জেনারেশন এর উপরে কিনতে হবে  তাহলে আপনার ল্যাপটপটি ভালো হবে এবং এটি আপনি চালায় স্বাচ্ছন্দ বোধ করবেন। 

স্পিকার কন্ডিশন 

আমাদের মধ্যে অনেকেই আছে ল্যাপটপ কেনার সময় ইউটিউবে গিয়ে দুই একটা গান বাজিয়ে দেখে স্পিকার ঠিকঠাক আছে কিনা আপনিও যদি এই একইভাবে স্পিকার চেক করেন তাহলে আপনার এটি হবে একদম ভুল মাধ্যম চলুন আমরা সঠিক মাধ্যমে স্পিকার চেক করে, এক্ষেত্রে আপনাকে আপনার ল্যাপটপের Windows  বারে গিয়ে সার্চ করতে হবে sound লিখবেন অথবা লিখবেন change system  sound এটি লিখে সার্চ করার পর আপনার সামনে সাউন্ড নামে একটি অপশন আসবে ক্লিক করবেন তারপরে সেখানে গিয়ে স্পিকার অপশন সিলেক্ট করবেন তারপরে প্লে এপ্লাই এখানে ক্লিক করবেন তারপরে টেস্টে ক্লিক করবেন তো আপনারা খুব সহজেই তখন স্পিকার ভালোভাবে চেক করে নিতে পারেবেন।

স্পিসিফিকেশন 

এক্ষেত্রে আপনি পুরাতন ল্যাপটপ কেনার জন্য যে ল্যাপটপে কিনতে চাচ্ছেন সেটি লিখে google ক্রমে ল্যাপটপের মডেল নেম সার্চ করবেন সেখান থেকে কিন্তু আপনার একটি ভালো আইডিয়া আসবে। 

সর্বশেষ 

উপরের এই বিষয়গুলো ছাড়াও অনেকগুলো খুঁটিনাটি  বিষয় আছে এগুলো খুব ভালো করে আপনাকে চেক করে কিনতে হবে। যেমন ফিঙ্গারপ্রিন্ট  ব্লুটুথ  ওয়াইফাই  ল্যামপাট এগুলো সবকিছু ঠিকঠাক ভাবে চেক করবেন তারপরে যদি আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক তাহলে আপনি ল্যাপটপটি কিনতে পারে। তো আপনি উপরের এই বিষয়গুলো সবকিছু ভালোভাবে যাচাই-বাছাই করে কিনবেন পুরাতন ল্যাপটপ কেনার সময়। 

আরও পড়ুনঃ এখানে পুরাতন ভালো মানের ল্যাপটপ পাওয়া যায়


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অথেন্টিক সাইট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url