উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি নিজে থেকেই বারবার বন্ধ হয়ে যাচ্ছে
এই আর্টিকেলটিতে আমরা দেখব কিভাবে উইন্ডোজ ১০ এর সামান্য কিছু
সেটিং পরিবর্তন করে আপনি স্বাভাবিকভাবে হটস্পট ব্যবহার করতে
পারবেন। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে করলে আপনি নিশ্চিন্ত ভাবে
সমাধান পেয়ে যাবেন।
পেজ সূচিপত্রঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান
- উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কিভাবে কাজ করে
- কেন বারবার হটস্পট বন্ধ হয়ে যায় এর মূল কারণ
- উইন্ডোজ ১০ আপডেট করুন
- পাওয়ার সেটিংস ম্যানেজমেন্ট পরিবর্তন করে সমাধান
- নেটওয়ার্ক এডাপ্টার সেটিং চেক করুন
- উইন্ডোজ আপডেটের কারণে যে সমস্যা হতে পারে
- মোবাইল হটস্পট সার্ভিস ম্যানুয়ালি রিস্টার্ট করুন
- ইন্টারনেট শেয়ারিং সেটিংস ভুল কনফিগার করা
- সিস্টেম আপডেটের কারণে সমস্যা
- অটো টাইম আউট ফিচার সংক্রিয় থাকা
- কেন নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করা উচিত
- তৃতীয় পক্ষের সফটওয়্যারের কারণে হটস্পট বন্ধ হওয়ার সম্ভাবনা
- হটস্পট বারবার বন্ধ হলে ইন্টারনেট স্পিড কি প্রভাব ফেলে
- শেষ কথা :উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার কার্যকর সমাধান
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কিভাবে কাজ করে
উইন্ডোজ ১০ এর মোবাইল হটস্পট ফিচার আসলে আপনার কম্পিউটার/ল্যাপটপকে একটি ওয়াইফাই রাউটার এ রূপান্তরিত করে। অর্থাৎ আপনার ল্যাপটপে যে ইন্টারনেট কানেকশন আছে ওয়াইফাই ইন্টারনেট ল্যান বা মোবাইল ডাটা ডিভাইসের মাধ্যমে সেটার আবার অন্য ডিভাইসের মোবাইল টেব ল্যাপটপ সাথে শেয়ার করতে দেয়। যখন আপনি হটস্পট চালু করেন তখন আপনার পিসি একটি ভাউচ্যুয়াল রাউটার হিসেবে কাজ করে এই ভাউচুল এডাপ্টার এর অন্য ডিভাইসকে সংযুক্ত হতে দেয় একে বলা হয় "Hostend Network" এটি WPA2 ইনক্রিপশন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করে। হটস্পট চালু রাখতে হলে নেটওয়ার্ক এবং পাওয়ার সেটিং ঠিকঠাক রাখতে হবে।
আরো পড়ুনঃ কিভাবে ফ্রিতে টাকা ইনকাম করা যায়
মোবাইল হটস্পট ফিচার একটি কাজ করতে গেলে কিছু নির্দিষ্ট উইন্ডোজ সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে হবে যেমন "Internet Connection Service " ও "Mobile Hotspot Service" এছাড়াও আপনার নেটওয়ার্ক এডাপটার সঠিক ভাবে কনফিগার করা না হলে হটস্পট কাজ নাও করতে পারে। উইন্ডোজ ১০ নিজেই একটি ভাউচার ওয়াইফাই এডাপ্টার তৈরির করে যেটা মূল ওয়াইফাই থেকে ডাটা রিডাইরেক্ট করে দেয় ক্লায়েন্টের ডিভাইসে।
উইন্ডোজ ১০ হটস্পট ফিচার দিয়ে আপনি ওয়াইফাই, মোবাইল ডাটা অন্যান্য ডিভাইসে
শেয়ার করতে পারবেন। এটি খুবই কার্যকরী ফিচার বিশেষ করে যখন আপনার রাউটার
কাজ করছে না বা মোবাইল ডাটা প্রয়োজন তবে কিছু ল্যাপটপে ড্রাইভার ইস্যুর কারণে
মোবাইল ব্রডব্র্যান্ড থেকে শেয়ার করা যায় না। এই ফিচারটি চালু করতে হয়
ল্যাপটপ বা ডেক্সটপ এর উইন্ডোজ সেটিংসে
আপনি যখন এখন মোবাইল হটস্পট চালু করবেন তখন উইন্ডোজ একটি SSID এবং একটি পাস ওয়ার্ড তৈরি করে দেয় চাইলে এটি পরিবর্তন করতে পারবেন বা কাস্টমার করে নিতে পারবেন এরপর অন্যান্য ডিভাইস যেমন স্মার্টফোন ট্যাবলেট বা অন্যান্য ল্যাপটপ সেই SSID তে কানেক্ট হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারে, তবে একসাথে সাধারণত আটটি ডিভাইস পর্যন্ত যুক্ত হতে পারে, সংযোগের গতি নির্ভর করে মূল ইন্টারনেট স্পিড ও আপনার ল্যাপটপের হার্ডওয়ার এর উপর নির্ভর করে।
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ফিচারটি নিরাপদ হলেও সব সময় পারফেক্ট কাজ
করে না অনেক সময় এটি হঠাৎ বন্ধ হয়ে যায় বা অন্যান্য ডিভাইস কানেক্ট হতে
পারেনা, এছাড়া উইন্ডোজ স্লিপ মোড এ গেলে হটস্পট বন্ধ হয়ে যেতে পারে
আবার হাই পাওয়ার কমযেনশন থাকায় ব্যাটারির উপর প্রভাব পড়ে তাই এ ফিচারটি
ব্যবহারের সময় পাওয়া ও নেটওয়ার্ক সেটিং সাম্যবস্থা করে নিতে হবে এবং
প্রয়োজন ছাড়া ব্যবহার না করা উচিত।
আরো পড়ুনঃ উইন্ডোজ ১০ আপডেট করুন
কেন বারবার হটস্পট বন্ধ হয়ে যায় এর মূল কারণ
উইন্ডোজ ১০ এ একটি পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যার নির্দিষ্ট সময় পরপর অব ব্যবহৃত ফিচার বন্ধ করে দেয়। অনেক সময় ল্যাপটপ বা পিসি ব্যাটারীতে চললে উইন্ডোজ নিজেই হটস্পট সার্ভিস বন্ধ করে দেয় ব্যাটারি বাঁচানোর জন্য আপনি যদি "Allow the computer to turn off this device to save power" অন রাখেন তাহলে ওয়াইফাই এডাপটার হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে ফলে হটস্পট অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়।
উইন্ডোজ ১০ এর বিভিন্ন আপডেটর ফলে কখনো কখনো নেটওয়ার্ক সেটিং এর ওপর প্রভাব ফেলে বিশেষ করে বড় ধরনের আপডেটের পর দেখা যায় মোবাইল হটস্পট ফিচারটে ঠিকমতো কাজ করে না। অনেক সময় কিছু আপডেটের এ বাদ থাকতে পারে যা নেটওয়ার্ক সার্ভিসের সমস্যা তৈরি করে এই কারণে হটস্পট চালু হওয়ার কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যায়। এর জন্য উইন্ডোজ আপডেট এরপর কিছুদিন সময় দিলে ঠিকঠাক কাজ করে।
নেটওয়ার্ক এডাপটার ও ড্রাইভার এর সমস্যার কারণে অনেক সময় হটস্পট বারবার বন্ধ
হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহৃত নেটওয়ার্ক
এডাপ্টার যদি পুরনো হয় বা সঠিকভাবে ইন্সটল না করা থাকলেও হটস্পটটি সঠিকভাবে কাজ
করতে পারে না এর জন্য অনেক সময় ভার্চুয়াল নেটওয়ার্ক এডাপটার ডিজেবল হয়ে যায়
হলে হটস্পটটি টিকতে পারে না এই সমস্যার সমাধানের জন্য ড্রাইভার আপডেট করা
বা পুনরায় ইন্সটল করা দরকার পড়ে।
মোবাইল হটস্পট সঠিকভাবে চালু রাখতে গেলে নির্দিষ্ট কিছু উইন্ডোজ সার্ভিস আছে এগুলো হল "Internet Connection Service " ও "Mobile Hotspot Service" চালু থাকতে হয় অনেক সময় কোন কারনে এগুলো বন্ধ হয়ে গেলে বা সেটা মোড় থেকে ডিজেবল হয়ে গেলে হটস্পট চালু হলেও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায় সার্ভিস কনফিগার নাথ থাকলে এমন সমস্যার সম্মুখীন হওয়া স্বাভাবিক তাই এই সমস্যা এর আছে মাঝেমধ্যে এসব সেটিংস ভালোভাবে চেক করে নিতে হবে না হলে এরকম সমস্যা পড়বেন।
আরো পড়ুনঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
উইন্ডোজ ১০ আপডেট করুন
মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে এইটা একটি জনবহুল অপারেটিং সিস্টেম সমস্যা। উইন্ডোজ ১০ আপডেট করার প্রতি প্রক্রিয়াটি সহজ। তাই নিয়মিত নিরাপদ আপডেট এর মাধ্যমে উন্নত হয়ে উঠেছে। microsoft windows ১০ পারফরম্যান্স সিস্টেমের উন্নত করে নতুন ফিচার যোগ করে। কম্পিউটার সর্বশেষ আপডেটের রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইন্ডোজ ১০ আপডেট করতে কিছু নিয়ম মানতে হবে নিচে এর সঠিক প্রক্রিয়া দেওয়া হল
স্টার্ট মেনু থেকে সেটিংস অপারেশন টি নির্বাচন করুন। এরপর আপডেট এবং
সিকিউটরি বিভাগে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সিস্টেমটি
সংস্ক্রিয়ভাবে উপলব্ধ আপডেটগুলি চেক করবে। এরপর আপনি ডাউনলোড এবং ইন্সটল
বাটনে ক্লিক করলে আপডেট প্রক্রিয়া শুরু হবে। আপডেট শেষ হওয়ার পর সিস্টেমটি
রিস্টার্ট হতে পারে বা হবে। পর আপনারা কম্পিউটার টি বা ল্যাপটপ সর্বশেষ
সংরক্ষণে আপডেট হয়ে যাবে এভাবে খুব সহজেই windows 10 আপডেট হয়ে যাবে।
পাওয়ার সেটিংস ম্যানেজমেন্ট পরিবর্তন করে সমাধান
আমরা সবাই উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ব্যবহারের সময় লক্ষ্য করি। উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বার বার বন্ধ হয়ে যাচ্ছে কি না। মূলত পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস এর কারণে হয়ে থাকে এই সমস্যার সমাধান করতে হলে পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস পরিবর্তন করতে হবে। আপনি সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের কে একটি ওয়াইফাই হটস্পটে উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট ফিচারটি ব্যবহার করতে পারেন। নিচের নিয়ম মেনে আপনার পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস পরিবর্তন করুন।
সর্বপ্রথম স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলের খুলুন। এরপরে "হার্ডওয়ার এবং সাউন্ড" অপশনে ক্লিক করে পাওয়ার অপশন নির্বাচন করুন। এখানে আপনি বিভিন্ন পাওয়ার প্ল্যান দেখতে পাবেন। সেখানে "হাই পারফরম্যান্স" প্ল্যানটি নির্বাচন করুন। আপনি প্রতিটি পাওয়ার প্যানেলের সেটিংস কাস্টমাইজ করুন। এরপর অ্যাডভান্স পাওয়ার সেটিংস অপশনে ক্লিক করুন নেটওয়ার্ক এডাপ্টার এবং USB সেটিংস এর মতো স্পেসিফিক হার্ডওয়ার সেটিংস অপটিমাইজ করতে পারেন। এ সকল নিয়ম মেনে পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস পরিবর্তন করলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ঠিক হয়ে যাবে।
এসব সেটিংস পরিবর্তন এর ফলে আপনি যখন মোবাইল হটস্পট চালু করবেন তখন সেটা নিজে থেকেই আর বন্ধ হবে না। আপনার ল্যাপটপ বা পিসি দীর্ঘ সময় ধরে হটস্পট চালু রাখা রাখতে পারবেন বিশেষ করে যারা ইন্টারনেট শেয়ার করেন তাদের জন্য এটি খুবই কাজের একটি পদ্ধতি।
নেটওয়ার্ক এডাপ্টার সেটিং চেক করুন
ইন্টারনেট ব্যবহারে নেটওয়ার্ক এডাপটার একটি গুরুত্বপূর্ণ জিনিস কেননা নেটওয়ার্ক
এডাপ্টার হচ্ছে সেই ডিভাইস যা আপনার পিসিতে বা ল্যাপটপকে ইন্টারনেটের সাথে যুক্ত
রাখবে এটি ওয়াইফাই ব্যবহার করে আপনার কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখে
আর এই যদি এডাপ্টার কোন সমস্যা থাকে তাহলে মোবাইল হটস্পট ঠিকঠাক ভাবে কাজ করে না
তাই এর সেটিং চেক করা দরকার। অনেক সময় পুরনো বা নষ্ট ড্রাইভার এর মোবাইল
হটস্পট ঠিকঠাকমতো কাজ করে না এক্ষেত্রে ডিভাইস মেনুয়ালি নতুন ড্রাইভার ডাউনলোড
করে ইন্সটল করতে হয়।
কখনো কখনো মোবাইল হটস্পট কানেকশন ঠিক হলেও ইন্টারনেট চলে না, এর পেছনে কারণ হতে পারে আইডি বা ডি এন এস সমস্যা। এই সমস্যার জন্য Control Panel > Network and Shaing Center > Adepter Sattings এ গিয়ে IPV4 থেকে IP ও DNS ম্যানুয়ালি দিয়ে দেখতে পারেন এতে করে অনেক সময় সমস্যার সমাধান হয়ে থাকে বা হয়ে যায়।
উইন্ডোজ আপডেটের কারণে যে সমস্যা হতে পারে
অনেক সময় উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা হঠাৎ করে লক্ষ্য করে যে মোবাইল হটস্পট চালু
করলেও তা কয়েক সেকেন্ড পর পর বন্ধ হয়ে যাচ্ছে। এর একটি সাধারণ কারণ হতে
পারে উইন্ডোস আপডেট ও উইন্ডোজ আপডেট এর মাধ্যমে নতুন ফিচার নিরাপত্তার
ব্যবস্থা এবং সিস্টেম পরিবর্তন হয় ও ইত্যাদি ফিচার যুক্ত হয় কিন্তু
এর আপডেটের সঙ্গে সঙ্গে অনেক সময় আগের নেটওয়ার্ক সেটিং পরিবর্তন হয়ে
যায়, যার ফলে উক্ত সমস্যাটি হয়ে থাকে বিশেষ করে ড্রাইভার আপডেট বা
নেটওয়ার্ক সেটিংসে সমস্যা দেখা দিলে এটি দেখা দেয়। কারণ অনেকেই বুঝতে
পারেনা কেন হটস্পট বন্ধ হয়ে যাচ্ছে নতুন ইউজারদের জন্য এটি বেশ বিরক্তিকর
কারণ হয়ে দাঁড়ায় কারণ অনেক এই বুঝে পড়তে পারেনা কেন এই সমস্যাটি
হচ্ছে।
আপডেটের পর পনেরো অনেক সময় নেটওয়ার্ক এডাপ্টার ড্রাইভার এর অটো রিসেট করে
দেয় এতে হটস্পট অপশন অদৃশ্য হয়ে যায় কিংবা ঠিকঠাক চালু নাও হতে পারে এমনকি
অনেক সময় সেটিংসে গিয়েও হয়তো দেখা যায় না মোবাইল হটস্পট চালু আছে কিন্তু অন্য
ডিভাইস কানেক্ট করতে পারছে না । এটি মূলত ড্রাইভার এর সমস্যা অথবা শেয়ারিং
কনফিগারেশন বদলে যাওয়ার ফলাফলেও হতে পারে। তাই আপডেটের পর প্রথম কাজ হওয়া
উচিত নেটওয়ার্ক সেটিংসে ও ড্রাইভার চেক করা যাতে উক্ত সমস্যাটি হওয়ার আগেই
সমাধান করা যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপডেটের সময় উইন্ডোজ ফায়ার অয়েল বা
অন্যান্য সিকিউরিটি সফটওয়্যার হটস্পট ফিচার ব্লক করে দেয় এতে মনে হয়
হটস্পট চালু কিন্তু সেটি কাজ করছে না, অনেক সময় ফায়ারওয়াল নতুন আপডেটের
সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন করে দেয় ফলে কানেকশন ব্লক হয়ে যায় তাই এই সমস্যাটি
সমাধানের জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর কিছুক্ষণের জন্য বন্ধ করে হটস্পট
চালিয়ে দেখা যেতে পারে । যদি তখনও হটস্পট কাজ না করে তাহলে বুঝবেন সেটির
সমস্যা ছিল।
মোবাইল হটস্পট সার্ভিস ম্যানুয়ালি রিস্টার্ট করুন
মোবাইল হটস্পট যদি বারবার বন্ধ হয়ে যায় তবে অনেক সময় সেটির উইন্ডোজের
অভ্যন্তরীণ সার্ভিসের কারণেও হয় এই সার্ভিসগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং
হটস্পট এর মত প্রয়োজনীয় ফিচারগুলো র কাজ বন্ধ রাখতে সাহায্য করে মাঝে মাঝে কিছু
সার্ভিস হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা আটকে যেতেও পারে তাই এসব সার্ভিস
ম্যানুয়ালি রেস্টার্ট করলে হটস্পট আবার পুনরায় আগের মত স্বাভাবিক কাজ করতে থাকে
এটি করার জন্য "Run" অপশন থেকে "service.msc" লিখে সার্ভিস ম্যানেজার এ
যেতে হবে।
সার্ভিস ম্যানেজার এ ঢুকে "Windows Mobile Hosport Service" নামক একটি সার্ভিস খুঁজে বের করতে হবে এটি সিলেক্ট করে যদি লেখা যায় সার্ভিসটি বন্ধ অবস্থায় আছে তাহলে স্টাট অথবা রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে যদি এটি চালু থাকে তবুও হটস্পট সমস্যা করে তাহলে একবার রিস্টার্ট দিয়ে দেখতে পারেন এই সার্ভিসটি হটস্পট ফিচার কে সংস্ক্রিয় রাখতে সহায়তা করে অনেকে জানেন না যেহেতু যে হটস্পট চালু না হওয়ার কারণও এই ছোট একটি সার্ভিস বন্ধ থাকে।
ইন্টারনেট শেয়ারিং সেটিংস ভুল কনফিগার করা
বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট শেয়ারিং থাকার পরেও উইন্ডোজ ১০ মোবাইল
হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে? ইন্টারনেট শেয়ারিং সেটিংস ভুল কনফিগার
করা এটি সাধারণত সমস্যা। যদি এরকম সমস্যা হয় তাহলে কিছু টেকনিক অবলম্বন
করলেই খুব সহজেই সমাধান করা যায়। সাধারণ ভুল কনফিগারেশন এবং কিভাবে সেগুলি
সমাধান করা যায় তা নিয়ে নিচে বিবরণ দেয়া হলোঃ
- ভুল কনফিগারেশন এর কারণে নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। এটি ডাটা চুরি বা ম্যানুয়াল সংক্রমনের মত গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।
- ভুল সেটিংসের কারণে নেটওয়ার্কের ব্র্যান্ডউইথ গতি কমে যায়। ব্যান্ডউইথ সঠিকভাবে বন্টন না করা হলে ডিভাইসের ইন্টারনেট গতি কমিয়ে দেয়। মূলত ভিডিও স্টিমিং বা অনলাইনে গেমিংয়ের সময় সমস্যা সৃষ্টি করে।
- ভুল কনফিগারেশন এর জন্য নেটওয়ার্কের স্থিতিশীলতা হ্রাস পায়। রাউটারের সেটিংস সঠিক না হয় প্রতিনিয়ত বিচ্ছিন্ন হয়ে যাবে। পরে ডিভাইসগুলি নেটওয়ার্কে সংযুক্ত হতে সমস্যা হবে।
- সঠিকভাবে ইন্টারনেট শেয়ারিং সেটিংস কনফিগার করতে ব্যবহারকারীদের রাউটারের সেটিংস প্যানেল প্রবেশ করে। সঠিক পাসওয়ার্ড, ব্র্যান্ডউইথ বন্টন বা নিরাপত্তা প্রোটোকল সেট করতে হবে।
- নিয়মিত ফ্রামওয়্যার আপডেট করা এবং নেটওয়ার্ক নিরাপত্তা পরীক্ষা করতে হবে। সঠিক কনফিগারেশন নিশ্চিত করলে ইন্টারনেট শেয়ারিং নিরাপদ দ্রুত এবং স্থিতিশীল হবে।
সিস্টেম আপডেটের কারণে সমস্যা
প্রতিযোগিতার বর্তমান প্রযুক্তির বিশ্বে সিস্টেম আপডেট একটি গুরুত্বপূর্ণ
অংশ। কিন্তু এরপরও উইন্ডোজ ১০ মোবাইল হস্পট কি বরাবর বন্ধ হয়ে
যাচ্ছে। এটি অনেক সময় ব্যবহারকারীদের জন্য নানা সমস্যার সম্মুখীন সৃষ্টি
করতে পারে। সফটওয়্যার সিস্টেমের নতুন সংরক্ষণ ইন্সটল করার নতুন
প্রক্রিয়া। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্য করা
হয়। এরপরও নানান সমস্যা সৃষ্টি করতে পারে, কিছু সিস্টেমের
সাথে সম্পূর্ণ নাও হতে পারে। কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের কাজ বা
ড্রাইভার বন্ধ করে দিতে পারে।
সিস্টেম আপডেটের পর প্রায় নতুন বাগ বা ত্রুটি দেখা দেয়। এই ত্রুটিগুলি
সিস্টেমের পারফরম্যান্স নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু ব্যবহারকারী তাদের
কাজ সম্পন্ন করতে অক্ষম হতে পারেন। তাই সিস্টেম আপডেট ইন্সটল করার পর অনেক
সময় এটি আগের কনফিগারেশন বা সেটিংস পরিবর্তন করতে পারে, বিশেষ
যারা কাস্টমাইজড সেটিংস ব্যবহার করেন। তারা এটি টেনে আনতে
সমস্যায় পড়তে পারেন সিস্টেম আপডেটের ফলে অনেক সময় ছোটখাটো সমস্যা সমাধান করা
সম্ভব। তাই সবাই নিয়মিত আপডেট ব্যাকআপ নেওয়া উচিত।
হটস্পট বারবার বন্ধ হলে ইন্টারনেট স্পিড কি প্রভাব ফেলে
অনেক সময় দেখা যায় আমরা উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ব্যবহার করার সময় বারবার নিজে থেকেই হটস্পট বন্ধ হয়ে যায়। এই হটস্পট বন্ধ হওয়ার সময় শুধু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই হয় না বরং ইন্টারনেট স্পিডে বড় ধরনের প্রভাব ফেলে বিস্তারিত নিচে আলোচনা করা হলো
ডাউনলোড ও আপলোড ব্যবহৃত হয়, এই সময় যদি ইন্টারনেট হটস্পট ব্যবহার করে বড়
ফাইল ডাউনলোড বা আপলোড করা হয়, তখন হঠাৎ করে যদি হটস্পট বন্ধ হয়ে যায় বা
বিচ্ছিন্ন হয়ে যায় পুরো প্রক্রিয়ায় থেমে যায়। আবার নতুন করে শুরু করতে
হয় তখন দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে সময় নষ্ট হয়। আবার ভিডিও কল ও
অনলাইন ক্লাসে জয়েন্ট করার পর হটস্প ট বন্ধ হলে ভিডিও কনফারেন্স
অনলাইন ক্লাস বা মিটিং সঙ্গে সঙ্গে কেটে যায় এর ফলে আবার রিকানেক্ট করতে হয় এবং
কথোপকথনে বাধা সৃষ্টি হয়।
অনলাইন গেমিং সমস্যা গেম খেলার সময় হটস্পট বন্ধ হয়ে গেলে কালেকশন ড্রপ হয়ে যায় এতে লেখ, ডিসকানেক্ট কিংবা ম্যাচারা ঝুঁকি বেড়ে যায় এবং গেম থেকে বের করে দেয় এতে করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বারবার মোবাইল হটস্পট অফ হয়ে যাওয়ার ফলে। এবং ইন্টারনেট স্পিড ধীরে মনে হয়, বাস্তবে ইন্টারনেট স্পিড কমে না, তবে মোবাইল হটস্পট বারবার অফ হয়ে যাওয়ার ফলে ইন্টারনেট স্পিড কানেকশন স্থিতিশীল থাকতে পারে না। এবং ব্যবহারকারীর নেট ধীরগতির মনে হয়
মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার ফলে ইন্টারনেট স্পিড স্থিতিশীল থাকে না এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা ও সময় নষ্ট হয়। তাই মোবাইল হটস্পট হাই ভাবে চালু রাখার জন্য আমাদের যারা এই সমস্যায় সম্মুখীন আছে তারা অবশ্যই চেষ্টা করব অটো টাইম আউট সেটিংস বন্ধ করা, ব্যাটারি সেভার অফ রাখা এবং নেটওয়ার্ক সেটিংস আপডেট করা জরুরী। এই বিষয়গুলো মেনে চললে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট নিচ থেকে আর বারবার বন্ধ হয়ে যাবে না আশা করি।
অটো টাইম আউট ফিচার সংক্রিয় থাকা
অটো টাইম আউট ফিচার সংক্রিয় থাকার পরও কি উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে আপনাকে শক্তিশালী নিরাপত্তা দিতে হবে। সে জন্য সিস্টেম বা অ্যাপ্লিকেশনটি লগ আউট করে নিরাপত্তা বৃদ্ধির জন্য ডিজাইন করতে হবে। অটো টাইম আউট ফিচারের প্রধান সুবিধা হল নিরাপত্তা বুদ্ধি। ব্যবহারকারী কোন কারণেই ফিচারটি সিস্টেম বা অ্যাপ্লিকেশনটি লক করে দেয়। অনিচ্ছাকৃত বা অবৈধ অ্যাক্রসের সম্ভাবনা কমে যায়।
এটি প্রাইভেসি রক্ষা করতেও সাহায্য করে। আমরা যখন তাদের কম্পিউটার বা মোবাইল ডিভাইস নিয়ে কাজ করি। তখন কেউ সহজেই তাদের তথ্য অ্যাক্রস করতে পারে না। অনেক সময় ব্যবহার করে যখন ছোট বিরতি নেন তখন সিস্টেম বা অ্যাপ্লিকেশন লগ আউট হয়ে যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন তাদের জন্য এটি একটি বাধা হতে পারে। তাই অটো টাইম আউট ফিচারটি ঠিকভাবে কনফিগার করা উচিত।
কেন নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করা উচিত
ড্রাইভার আপডেট করার পরও উইন্ডোজ ১০ মোবাইল হস্পট কি বারবার বন্ধ হয়ে
যাচ্ছে? তাহলে করণীয় হল কম্পিউটার নেটওয়ার্কের গতির উন্নতি করতে
হবে। এর সাথে পুরনো ড্রাইভার মাঝে মাঝে নিরাপত্তা দুর্বলতা তৈরি করতে
পারে। এর ফলে হ্যাকারেরা আক্রমণ করলেও তা রক্ষা করতে সহায়ক
হয়। নেটওয়ার্কের আপডেট গুলি প্রায় পূর্ববর্তী সমস্যা গুলির সমাধান নিয়ে
আসে। নেটওয়ার্ক ড্রাইভার আপডেট দূর করতে কিছু উপায় অবলম্বন করলে এর
সঠিক সমাধান পাওয়া যায় তা নিয়ে নিচে আলোচনা করা হলো
- উইন্ডোজের ডিফল্ট আপডেট প্রোগ্রামটি প্রায়ই নেটওয়ার্ক ড্রাইভার গুলির জন্য আপডেট সরবরাহ করতে হবে। তারপর আপনি " Settings " > update & security " > "Windows update " এ গিয়ে আপডেট চেক করতে পারেন।
- আপনার কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস প্রস্তুতকরণের ওয়েবসাইটে গিয়ে ড্রাইভার ডাউনলোড করে ম্যানুয়ালি আপডেট করতে পারেন।
- তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার করে সহজেই ড্রাইভার আপডেট করা সম্ভব।
- নেটওয়ার্ক ড্রাইভার নিয়মিত আপডেট করে আপনাদের কম্পিউটারের সঠিক কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করে।
তৃতীয় পক্ষের সফটওয়্যারের কারণে হটস্পট বন্ধ হওয়ার সম্ভাবনা
অনেক সময় হটস্পট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে তৃতীয় পক্ষের সফটওয়্যার। এসব সফটওয়্যার মূলত নিরাপত্তা vpn নেটওয়ার্ক কন্ট্রোল অথবা অটো টিউন ইত্যাদি কাজ করার জন্য ব্যবহৃত করা হয়। কিন্তু কিছু সফটওয়্যার windows নেটওয়ার্ক সেটিংস পরিবর্তন করে দেয় যার ফলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কাজ করা বন্ধ করে দেয় বিশেষ করে যেসব ইউজার বেশি ভিপিএন বা ফায়ারওয়াল ব্লক করে দেয়। কারণ এটি আলাদা নেটওয়ার্ক টানেল তৈরি করে ফলে যখন আপনি হটস্পট চালু করেন তখন সেটি আসল ইন্টারনেট কানেকশন থেকে শেয়ার না হয়ে vpn এর মাধ্যমে চলে যায় এবং হটস্পট কাজ করা বন্ধ করে দেয়।
এছাড়াও এমন কিছু এন্টিভাইরাস বা ফায়ারওয়াল সফটওয়্যার আছে যেগুলো অটোমেটিক ভাবে কিছু নেটওয়ার্ক সার্ভিস বন্ধ করে দেয়। যাতে করে নিরাপত্তা ঝুঁকি না থাকে কিন্তু এতে করে হটস্পট এর মত ফিচার প্রবাহিত হয় এবং মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়। তৃতীয় পক্ষের কিছু সফটওয়্যার এমনকি হটস্পট এর সেটিং রেজিস্ট্রিতে গিয়ে পরিবর্তন করে দেয় এতে করে হটস্পট সার্ভিস নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে।এই সমস্যা চিহ্নিত করতে হলে প্রথমে দেখতে হবে কোন সফটওয়্যার সম্প্রতি ইন্সটল করা হয়েছে কিনা তারপর সেটি সাময়িকভাবে আনইনস্টল করে হটস্পট চালিয়ে দেখতে হবে আদৌ কোন সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় এই কাজ করলে হটস্পট ঠিকমত চালু ও কাজ করতে শুরু করে দেয়।
হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার এসব সমস্যার সমাধান হিসেবে আপনি সেফ মোড উইথ নেটওয়ার্কিং চালিয়ে দেখতে পারেন হটস্পট কাজ করছে কিনা, সেফ মুডে সাধারণত তৃতীয় পক্ষের সফটওয়ার সাধারণ চালু হয় না। ফলে সমস্যা থাকলে সহজে চিহ্নিত করা যায়, যদি সেখানে হটস্পট ঠিকভাবে কাজ করে তাহলে বুঝতে কোন সফটওয়্যার থেকেই হচ্ছে, তখন হয় সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে অথবা সেটিং পরিবর্তন করে দিতে হবে যেন এটি হটস্পট এর মত গুরুত্বপূর্ণ ফিচারে হস্তক্ষেপ না করে সহজে ব্যবহার করা যায়, এই বিষয়গুলো মেনে চললে তৃতীয় পক্ষের হটস্পট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না।
শেষ কথা :উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার কার্যকর সমাধান
মোবাইল হটস্পট উইন্ডোজ ১০ এ একটু দরকারি ফিচার, কিন্তু তা যদি বারবার বন্ধ হয়ে যায় তাহলে তার ওপর হয়ে উঠে বেশ বিরক্তিকর। এই সমস্যার অনেকগুলো কারণ থাকতে পারে তবে সঠিক পদ্ধতিতে ধাপে গুলো খুঁজলে এটি সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব যেমন নেটওয়ার্ক ড্রাইভার আপডেট, পাওয়ার সেটিং পরিবর্তন, সার্ভিস রেজিস্টার্ড কম্যান্ড ব্যবহার ইত্যাদি বিধান যদি আপনি মনোযোগ দিয়ে অনুকরণ করেন তাহলে হটস্পট আগের মতই কার্যকর ভাবে কাজ করবে। সবচেয়ে ভালো ফল পেতে হলে আপনাকে সিস্টেমকে নিয়মিত আপডেট রাখা এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার থেকে মুক্ত রাখা জরুরী প্রযুক্তির ছোট সমস্যা গুলোর সমাধান জানা থাকলে তা ভবিষ্যতে সময় ও ঝামেলা দুটোই বাঁচাবে।
আবার কন্ট্রোল প্যানেল থেকে পাওয়ার সেটিংস পরিবর্তন করে দেখতে হবে। তারপর ডিভাইস ম্যানেজার থেকে ওয়াইফাই এডাপ্টার এর ড্রাইভার আপডেট করতে হবে। windows সেটিংস থেকে নেটওয়ার্ক রিসেট করে দেখুন। এরপর দেখবেন ভি পি এন বা অন্য সফটওয়্যার বন্ধ হয়েছে। উইন্ডোজের বিল্ট- ইন ট্রাবল শুটার ব্যবহার করে নেটওয়ার্ক সমস্যা সমাধান করুন।
এই আর্টিকেল সম্পর্কিত কোন তথ্য জানার থাকলে বা জানানোর থাকলে যোগাযোগ করুন অথবা মন্তব্য আপনার মতামত জানান আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।
অথেন্টিক সাইট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url